গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের দি সাউন সুইনডন রিজিয়নের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
রকিব মনসুর: বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দ ও সিলেট প্রবাসীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে ২৫ নভেম্বর সুইনডনের লেজার সেন্টারে সম্পন্ন হয়েছে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে দি সাউন সুইনডন রিজিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
রিজিয়নাল চেয়ারপার্সন কমিউিনিটি লিডার ও ব্যবসায়ী আরজু মিয়া এমবিইর সভাপতিত্বে এবং রিজিয়নাল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল গণি ও জয়েন্ট সেক্রেটারি এম এম আলী আফরুজের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসির কেন্দ্রীয় চেয়ারপার্সন কমিউনিটি লিডার ব্যারিস্টার আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন মেয়র অফ সুইনডন কাউন্সিলর নিক মারটন, মেয়র অফ চ্যাপ্যানহ্যাম পেট্রন ডা. হাসনান এম হোসাইন এমবিই।
সাবেক চেয়ারপার্সন মনছর আলী জেপি, জেনারেল সেক্রেটারি মির্জা আসহাব বেগ, এফওবিসির চেয়ারম্যান ইয়াত্তর খান এটিএন বাংলা ইউকের ম্যানেজিং ডাইরেক্টর মো. সুফি মিয়া, সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়াম্যান মনিরুল আলম, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মাহবুব, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ওয়েলসের সাবেক চেয়ারপার্সন মনসুর আহমদ মকিস, সংগঠনের সাউথ ইস্টের চেয়ারপার্সন ইসবাহ উদ্দিন ও সুইনডন বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান ফজলুর রহমান আকিক।
মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বৃটেনের জনপ্রিয় কন্ঠ শিল্পী রুশনারা মনি, রিতা কর্মকার, মরুজ্জামান চৌধুরী, আরজু মিয়া ও ব্যারিস্টার আতাউর রহমানসহ স্থানীয় শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের রিজিওনাল ট্রেজারার মুস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক এম এ আউয়াল, তুসির আলী কাদের, মহরুজ্জামান চৌধুরী, সবুজ মিয়া, আজাদ মিয়া ফারুক, আলা উদ্দিন বাবুল, সাইদুল ইসলাম, রাজা মিয়া, মো. আব্দুল গনি, মাকরম আলী, আব্দুস সাত্তার, রিতা কর্মকার, আহমেদ হাবিব মারুফ, জামাল উদ্দিন, আব্দুল হামিদ, সালেহ আহমদ, সৈয়দ মাহফুজ রহমা, ওয়াহিদ হেলালম সাইফুর রহমান শামীম, আব্দুর রহিম, ডা. মো. নূরুল আলম, জসিম উদ্দিন, রকিব আলী, শেখ মো, ফয়জুর রজমান, মো. হাফিজুর রহমান হাফিজ, এম এ কাহার, এনামুল হক, আলী আফতাব, নওয়াব আলী ও সেলিম খান প্রমুখ।
প্রধান অতিথিসহ সকল বক্তারা গ্রেটার সিলেট কাউন্সিল দি সাউথ রিজিয়নের নতুন কর্মকর্তাবৃন্দকে স্বাগত জানিয়ে নতুন কমিটি সংগঠনের অগ্রযাত্রায় আরো বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে রিজিওনাল চেয়ারপার্সন আরজু মিয়া, মেয়র অফ সুইনডন, কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ উপস্থিত সবাইকে ধন্যাবাদ জানিয়ে সংগঠনের আগামী দিনের কর্মকান্ডে সবার সহযোগিতা কামনা করেন।