কুমিল্লায় রোববার থেকে লাগাতার হরতাল
আগামী রোববার থেকে লাগাতার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে জেলার লাকসাম উপজেলা বিএনপি। আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক লাকসাম উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম হিরু এবং পৌরসভা বিএনপি সভাপতি হুমায়ুন কবির পারভেজের সন্ধান ও মুক্তির দাবিতে তারা এ কর্মসূচি ঘোষণা করে।
শুক্রবার বিকালে লাকসাম বাজার ব্যাংক চত্বর মোড়ে ১৮ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশে কুমিল্লা (দ.) জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব.) আনোয়ারুল আজিম এ কর্মসূচি ঘোষণা করে।
তিনি বলেন, শনিবার সকাল ১০ টার মধ্যে আটক দুই নেতার সন্ধান এবং বিকাল ৪টার মধ্যে মুক্তি দেওয়া না হলে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা (লাকসাম-মনোহরগঞ্জ) উপজেলায় আগামী রোববার থেকে লাগাতার হরতাল কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে সংষর্ষে আহত নেতাকর্মীদের দেখতে কুমিল্লা হাসপাতালে যাওয়ার পথে ২৭ নভেম্বর রাতে আলিশ্বর এলাকা থেকে সাদা পোশাকে আইন-শৃঙ্খলাবাহিনী পরিচয়ে উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু, পৌরসভা বিএনপি সভাপতি হুমায়ুন কবির পারভেজ এবং বিএনপি নেতা জসিম উদ্দিনকে মাইক্রোবাস থেকে নামিয়ে আটক করে।
পরে বিএনপি নেতা জসিম উদ্দিনকে র্যাব-১১ লাকসাম থানায় রাত সাড়ে ১২টায় হস্তান্তর করলেও অপর দুই শীর্ষ নেতা আটকের বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনী স্বীকার করেননি।