মুন্সীগঞ্জে হেফাজতে ইসলাম-পুলিশ সংঘর্ষে আহত ১০
মুন্সীগঞ্জে পুলিশ ও হেফাজতে ইসলামের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০জন আহত হয়েছে। এ সময় চার হেফাজত কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে শহরের পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরের পুরাতন ফেরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে হেফাজত কর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাঁধে।
আটককৃতরা হলেন নরসিংদী জেলার সাব্বিন হোসেন (১৮), জাকির হোসেন (২০), মনিরুজ্জামান (২২) ও মুন্সীগঞ্জ জেলার মো. জুবায়ের (১৮)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, পুলিশ-প্রশাসনের অনুমতি ছাড়াই হেফাজতে ইসলামের কর্মীরা পুরাতন ফেরীঘাট সংলগ্ন জামে মসজিদ থেকে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করতে চায়। পুলিশ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মিছিলে বাধা দেয়।
এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে হেফাজত কর্মীরা সামনে এগুতে চাইলে পুলিশ তাতে লাঠিচার্জ করে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।