মনোনয়ন না পেয়ে আ’লীগ থেকে মিজানুল হকের পদত্যাগ
দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন ড. মিজানুল হক। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সাবেক সংসদ সদস্য। শুক্রবার পদত্যাগের পর তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। ওই আসনে মো. নাসিরুল ইসলামকে এবার মনোনয়ন দেয়া হয়েছে। ড. মিজানুল বলেন, লিখিত পদত্যাগপত্র দলের প্রধানের কাছে পাঠিয়েছি। এলাকাবাসীর দাবির প্রতি সম্মান রেখে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। বুয়েটের শিক্ষক মিজানুল হক চাকরি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন এবং ১৯৯১ ও ১৯৯৬ সালে নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে নির্বাচিত হয়ে তিনি জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। মিজানুল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য।