‘কৌন বনেগা ক্রোড়পতি’র ফাতমা হলেন কোটিপতি
ভারতের বিপুল জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সপ্তম আসরে এবার কোটিপতি এক নারী। উত্তর প্রদেশের সাহারানপুরের বাসিন্দা ২২ বছর বয়সী ফিরোজ ফাতমা চলতি আসরের এক কোটি রুপী বিজয়ী প্রথম নারী। জনপ্রিয় গেম শোটির উপস্থাপক ভারতের মেগাস্টার অমিতাভ বচ্চন।
গেম শোটিতে অংশ নেয়ার ব্যাপারে ফাতমা বলেন, ফাতমা তার প্রয়াত বাবার ঋণ শোধের জন্যই এই শোতে অংশ নেন। তিনি যা কিছু জানেন তা শুধু পত্রিকা পড়ে ও নিউজ চ্যানেল দেখেই শিখেছেন।
ফাতমা বলেন, দুই পর্ব আগে ‘হট সিটে’ বসতে না পেরে আমি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমাকে খালি হাতেই ঘরে ফিরে যেতে হবে। কিন্তু এরপর আমি ‘ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট’ রাউন্ডে বিজয়ী হয়ে ‘হট সিটে’ বসার সুযোগ পেয়ে যাই।
আর্থিকভাবে বেশ কষ্টের পরিবারেই ফাতমার বেড়ে ওঠা। তবু বিএসসি পাস করেছিলেন ফাতমা। শুধু নিজে শিখলে তো আর চলবে না, বোনকেও তো পড়ালেখা করিয়ে বড় করতে হবে। টাকার অভাবে তার বোনের লেখাপড়া বন্ধ হয়ে যাক, এটা মানতে নারাজ ফাতমা। ফলে তিনি তার বোনের লেখাপড়ার জন্য নিজের শিক্ষা জীবনেরও ইতি টানেন।
ফাতেমা জানান, এই শো থেকে পাওয়া অর্থ দিয়ে তিনি তার উচ্চশিক্ষা চালিয়ে যাবেন। একই সঙ্গে পরিবারের সবার জন্য কাজ করে মাকে চিন্তামুক্ত করবেন।