সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেবে না ব্রিটেন
সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের অঙ্গীকার থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইউরোপীয় ইউনিয়ন সিরীয় বিদ্রোহীদের ওপর থেকে আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়ার পরও এ ঘোষণা দেন তিনি।
রোববার বিবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এই ঘোষণা দেন। সাক্ষাত্কারে তিনি বলেন, ব্রিটেন সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র জোগান দেয়ার ব্যাপারে ইতিবাচক ছিল। কিন্তু বিদ্রোহীদের মধ্যে এখন ‘অনেক খারাপ মানুষ ঢুকে পড়েছে’ এই অজুহাতে বিদ্রোহীদের অস্ত্র দেয়ার প্রতিশ্রুতি থেকে তিনি সরে এসেছেন। এ সময় তিনি প্রেসিডেন্ট বাশার আল আসাদের অবস্থান সুদৃঢ় হয়েছে বলেও জানান। তবে, বিদ্রোহীদের পুরোপুরি ছেড়ে আসছে না ব্রিটেন। এই ইঙ্গিত দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ব্রিটেন বিদ্রোহীদের প্রাণঘাতী নয় এমন উপকরণ সরবরাহ করবে।