টাওয়ার হ্যামলেটসে জ্বালানির মূল্য বৃদ্ধিতে উদ্বিগ্ন লেবার পার্টি
জ্বালানী মূল্য বৃদ্ধিতে ‘ফুয়েল পভার্টি’র মুখোমুখি হবে বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ৩,৫৭৫ টি পরিবার। হাউজ অব কমন্সের লাইব্রেরীর গবেষণায় এ পরিসংখ্যান উঠে এসেছে। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির নেতৃবৃন্দ।
কয়েকটি সাপ্লায়ার কর্তৃক জ্বালানীর মূল্য ১০ শতাংশ বৃদ্ধির সাম্প্রতিক ঘোষণার আগেই এ রিপোর্ট প্রকাশিত হলো। লেবার পার্টির নেতৃবৃন্দ বলেন, মূল্যবৃদ্ধিতে পরিবারগুলো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। আর এ চ্যালেঞ্জ হচ্ছে খাদ্য না উষ্ঞতা। এ সংকট নিরসনে নেতৃবৃন্দ দলের লীডার এড মিলিব্যান্ডের ‘নির্বাচিত হলে দুই বছরের জন্য জ্বালানী মূল্য বৃদ্ধি স্থগিত’ এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এটা বাস্তবায়িত হলে জনগণ জীবন যাত্রার ব্যয়ে সামঞ্জস্য রাখতে সক্ষম হবে।
টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির জনস্বাস্থ্য বিষয়ক মুখপাত্র কাউন্সিলার বিল টার্নার তার প্রতিক্রিয়ায় বলেন, এ খবর উদ্বেগের। প্রচন্ড ঠান্ডার মধ্যে ৩ হাজারের বেশী পরিবারকে খাদ্য অথবা উষ্ঞতাকে বেচে নিতে হচ্ছে। এড মিলিব্যান্ডের জ্বালানী মূল্যবৃদ্ধির ঘোষণা বাস্তবায়িত হলে জনগণ কিছুটা হলেও স্বস্তি পাবে।
তিনি বলেন, এমন এক বাস্তবতায় বড় বড় জ্বালানী কোম্পানীগুলোর বিরুদ্বে ব্যবস্থা নিতে রাজী না হওয়াটা বর্তমান সরকারের জন্য গ্লানিকর পদক্ষেপ।