নিউইয়র্কে সাবওয়ে ট্রেনে দুর্ঘটনা : নিহত ৪
নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় যাত্রীবাহি সাবওয়ে ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অন্তত ৪ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। স্থানীয় সময় সকাল ৭ টা ২০ মিনিটে স্পুইটেল ডুইভিল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের দুই জন ট্রেন থেকে লাফিয়ে পড়তে গিয়ে প্রাণ হারান। অন্য দুই জন ট্রেনের ভেতর আগাতপ্রাপ্ত হয়ে মারা যান।
আমাদের নিউইয়র্ক ব্যুরো প্রধান ফরিদ আলম জানান, এ রুটে বাংলাদেশী অনেক যাত্রী যাতায়াত করেন। তবে ঐ সময় ট্রেনে কোনো বাংলাদেশী যাত্রী ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো জানায়, ট্রেনটির ৭টি ক্যারিয়ারে ৫টি লাইনচ্যুত হয়। ঘটনার পর পর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং অনেক যাত্রীকে অক্ষত অবস্থায় বের করে নিয়ে আসতে সক্ষম হয়।
পোকিপসি থেকে ভোর ৫টা ৫৪ মিনিটে ছেড়ে আসা ট্রেনটি ৭টা ৪৩ মিনিটে নিউ ইয়র্কের প্রাণকেন্দ্রের টাইম স্কোয়ারের কাছাকাছি গ্র্যান্ড সেন্ট্রালে পৌঁছানোর কথা ছিলো।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, ট্রেনের একটি বগি লাইন থেকে এক ফুটেরও বেশি দূরত্বে সরে গিয়ে দুর্ঘটনায় কবলিত হয়। আহতদের চিকিৎসার তাৎক্ষণিক ব্যবস্থার উদ্যেগ নেয়া হয়েছে।