বিক্ষোভের মুখে ভবন ছেড়ে পালালেন থাই প্রধানমন্ত্রী
বিক্ষোভের মুখে ভবন ছেড়ে পালালেন থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনোয়াত্রা। থাইল্যান্ডে সরকার বিরোধী হাজার হাজার বিক্ষোভকারী সরকারি অনেকগুলো ভবনে ঢুকে পড়ে পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আজ রবিবার উন্মত্ত বিক্ষোভকারীরা পুলিশ ভবনে ঢুকে পড়লে সেখানে অবস্থানরত দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনোয়াত্রা ভবনটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। বিক্ষোভকারীরা সরকারি একটি গণমাধ্যমের দপ্তরও দখল করে নিয়েছে।
এসব সংঘর্ষে সরকারের পক্ষীয় এক সমর্থক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এই নিয়ে দুই দিনে রাজনৈতিক সহিংসতায় দেশটির রাজধানী ব্যাংককে দুই জন নিহত হলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে ৪৫ জন আহত হওয়ার খবর জানা গেছে।
প্রধানমন্ত্রী ইংলাককে ক্ষমতাচ্যুত করার জন্য গত এক সপ্তাহ ধরে তীব্র আন্দোলন শুরু করেছে সরকার বিরোধীরা। ২০১১ সালে নির্বাচনে জিতে থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী হন ইংলাক। সংঘর্ষ এড়ানোর জন্য তিনি আন্দোলনকারীদের রাস্তা খালি করে আলোচনায় বসার আহ্বান জানিছিলেন।