অবরোধের দ্বিতীয় দিনে সড়ক-রেল যোগাযোগে বিপর্যয়

Train১৮ দলের টানা ৭২ ঘণ্টার অবরোধে দেশের সড়ক ও রেল যোগাযোগে নজিরবিহীন বিপর্যয় নেমে এসেছে। রোববার অবরোধ চলাকালে দেশের একাধিক স্থানে রেলের ফিসপ্লেট খুলে ফেলার ঘটনায় ঢাকার সঙ্গে রাজশাহী, সিলেট, চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাতে কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত হয়ে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এ ঘটনায় তাত্ক্ষণিকভাবে রেল পুলিশের লাকসাম থানা ওসিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, একতরফা নির্বাচনের তফসিল স্থগিত ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
এদিকে আন্তঃজেলা সড়ক যোগাযোগ বন্ধ আছে অবরোধের প্রথম দিন থেকে। এতে ঢাকার সঙ্গে পুরো দেশে কার্যত বিচ্ছিন্ন আছে।
গতকালের অবরোধ চলাকালে রাজধানী ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ১৮ দল কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ অর্ধশত জনকে গ্রেফতার করেছে। অবরোধকারীরা ভাংচুর করেছে শতাধিক গাড়ি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button