পাবনায় দুই ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
পাবনার ঈশ্বরদীর চিনিকল এলাকায় একটি আখক্ষেত থেকে দুই ব্যাংক কর্মকর্তা-কর্মচারীর লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। স্থানীয়রা সোমবার সকাল ১০টার দিকে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহতরা হলেন- পূবালী ব্যাংক মালিগাছা শাখার জুনিয়র অফিসার (ক্যাশ) আবুল কালাম আজাদ (৩৫) ও পিওন আমীর হোসেন (২৬)। আবুল কালাম আজাদ পাবনার রাধানগরের বাসিন্দা ও আমীর পাবনার তেবুনিয়া রানিনগর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস জানান, সকালে ৯টার দিকে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। তিনি আরো জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। একজনের লাশ হাত-পা বাঁধা অবস্থায় ছিলো এবং দুটি লাশেরই শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। লাশ দুটির পাশে ব্যাংকের লকারের চাবি ও কিছু কাগজ পাওয়া গেছে। রোববার রাতের কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যার সঠিক কারণ এবং কারা হত্যা করেছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্যে লাশ দুটি পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পূবালী ব্যাংক মালিগাছা শাখার ক্যাশ ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, আমার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় আমি আবুল কালামের কাছে ক্যাশের দায়িত্ব দিয়ে রোববার থেকে ছুটিতে আছি।