নাটোরে ছাত্রদল নেতা নিহত, গুলিবিদ্ধ ২
নাটোরে হরতাল চলাকালে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রকাশ্যে বন্দুক যুদ্ধ চলছে। এতে ছাত্রদল নেতা সাইফুজ্জামান সুজন নিহত হয়েছেন। সোমবার সকাল ১১ টায় শহরের ছায়াবাণী মোড়ে বিএনপি নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করলে আওয়ামী লীগের সাথে এ সংর্ঘষ শুরু হয়। হতাহতদের ব্যাপারে বিস্তারিত জানা না গেলেও বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এ হাই তালুকদার ডালিম পায়ে এবং যুবদল কর্মী আরিফ গলায় গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। সকালে সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহরের কানাইখালী মাঠের সামনে প্রকাশ্যে দু’পক্ষের মধ্যে শত শত রাউন্ড গুলি বিনিময় চলছিল। এসময় পুলিশকে নিরাপদ দুরত্বে অবস্থান করতে দেখা যায়। সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেয়া হয়।