জোর করে কেড়ে নেয়া হলো নবজাতককে
ব্রিটেনের এসেক্স হাই কোর্টের আদেশে নবজাতককে মার কোল থেকে কেড়ে নিল সমাজ কর্মীরা। জোরপূর্বক চেতনানাশক ওষুধ প্রয়োগ করে সিজারিয়ান সেকশনে বাচ্চাকে নিয়ে যাওয়া হয়। এসেক্স সোস্যাল সার্ভিস কাউন্সিলের দাবি, ওই মহিলার ভাল’র জন্যই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। কাজের প্রয়োজনে বৃটেনে আসেন ইটালির নাগরিক ওই নারী। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন বলে কাউন্সিল দাবি করে। নবজাতের বয়স এখন ১৫ মাস। শিশুটি এখনও সোস্যাল সার্ভিস কর্মীদের তত্ত্বাবধানে আছে। এখন পুরোপুরি সুস্থ বলে দাবি করলেও মার কাছে সন্তানকে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা। আন্তর্জাতিকভাবে আইনজীবী সমপ্রদায়ের মধ্যে ঘটনাটি বেশ আলোড়নের সৃষ্টি করেছে। আইনজীবীবৃন্দ এবং নবজাতের মা ঘটনাটিকে ‘নজিরবিহীন’ বলে আখ্যায়িত করেছেন। মহিলার আইনজীবী ব্রেন্ডন ফ্লেমিং দ্য সানডে টেলিগ্রাফকে বলেন, আমার ৪০ বছরের কর্মজীবনে এমন ঘটনা কখনও শুনিনি।