সারাদেশে এমপি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

Nominationনির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী শেষ দিন ২ ডিসেম্বর সারাদেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগও জাতীয় পার্টির প্রার্থীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রংপুর-৬ আসনে মনোনয়ন জমা দেয়া হয়।  ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির (এরশাদ) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
সোমবার বিকাল সোয়া ৩ টায় রাজধানীর সেগুন বাগিচার ঢাকা আঞ্চলিক নির্বাচন অফিসে তার পক্ষে মনোনয়ন দাখিল করেন জাপা প্রেসিডিয়াম সদস্য এসএমএম ফয়সাল চিশতী। জাতীয় পার্টির নেতাকর্মীরা মোটরযাত্রা সহকারে পার্টির চেয়ারম্যানের মনোনয়ন নিয়ে সেগুন বাগিচা নির্বাচন কার্যালয়ে যান। একইসাথে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মহিলা ও শিশু বিয়ষক প্রতিমন্ত্রী এ্যাড: সালমা ইসলাম সোমবার ঢাকা-১ আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেন। তবে রাজধানীতে সোমবার মনোনয়নপত্র জমা নিয়ে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে ভোলায় তোফায়েল আহমেদ, ঝালকাঠিতে আমির হোসন আমু, লালমনির হাটে জিএম কাদের, ময়মনসিংহে রওশন এরশাদ, কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম, কুষ্টিয়ায় হাসানুল হক ইনু ও মাহবুব উল আলম হানিফ এবং পিরোজপুরে আনোয়ার হোসেন মঞ্জু মনোণয়নপত্র দাখিল করেন। এছাড়াও দেশের ৬৪ জেলার ৩শ’ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টির মনোনীয় প্রার্থীরা তাদের মনোয়ন পত্র জমা দেন।
তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button