মা হলেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

UKব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকার ছেলে সন্তানের জন্ম দিলেন ডাচেস অব ক্যামব্রিজ রাজবধু কেট মিডলটন।  রাজপুত্রের জন্মের সময় পাশে উপস্থিত ছিলেন বাবা প্রিন্স ইউলিয়াম।
ব্রিটেনের সিংহাসনের এই উত্তরাধিকারীর জন্মের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছিল রাজপরিবার এবং ব্রিটেনবাসী । সোমবার লন্ডন সময় বিকাল ৪.২৪ মিনিটে রাজপুত্রের জন্ম হয়।  জন্মের সংবাদ পাওয়া মাত্রই আনন্দ আর উল্লাসে মেতে উঠে পুরো দেশ ।
কেন্সিংটন প্রাসাদ থেকে এক বিবৃতিতে জানানো হয় রবিবার সকাল ৬টার দিকে উইলিয়াম তার স্ত্রীকে সেন্ট মেরিজ হাসপাতালের লিন্ডো ওয়ার্ডে নিয়ে যান। এই ওয়ার্ডেই কেমব্রিজের ডিউক উইলিয়াম এবং তার ছোট ভাই হ্যারির জন্ম হয়।
শিশুটি কী ছেলে হবে না মেয়ে হবে এ নিয়ে চলছিল ব্যাপক জল্পনা কল্পনা। নতুন রাজপুত্রকে নিয়ে সুস্থ আছেন রাজবধু কেট মিডলটন। নবজাতকের ওজন ৮ পাউন্ড ৬ আউন্স। আগামীকাল বিকালে রাজপুত্রকে নিয়ে হাসপাতাল ছাড়বেন উইলিয়াম-কেট দম্পতি।
হাসপাতালের বাইরে এখনো অধীর অপেক্ষা করছে ব্রিটিশ এবং আন্তর্জাতিক গণমাধ্যমের ডজন ডজন সাংবাদিক এবং উৎসুক জনতা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button