ইইউ চুক্তি স্বাক্ষর না করায় ইউক্রেনে অচলাবস্থা

Ukraineইউক্রেনে সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীরা রাজধানী কিয়েভের সরকারি ভবনগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। শ’ শ’ বিক্ষোভকারী কিয়েভের ইনডিপেনডেন্ট স্কোয়ারেই রাত্রি যাপন করছে। এ ছাড়া অনেকেই সিটি হলের ভেতর থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ একটি চুক্তি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোর পর নভেম্বর থেকে সেখানে সরকার বিরোধী অস্থিরতা শুরু হয়। পার্লামেন্টের স্পিকার ভোলদিমায়ার রেবাক অবশ্য বলেছেন, সরকার এবং বিরোধীদলের মধ্যে গতকালের ভেতরই আলোচনা হবে। এ আলোচনায় সবাই তাদের নিজস্ব মতামত প্রকাশের সুযোগ পাবেন। তবে সরকার বিরোধীরা নতুন করে জাতীয় ভাবে ধর্মঘট আহ্বানের পাশপাশি রাস্তায় রাস্তায় সমাবেশের ঘোষণা দিয়েছে। অনেক সরকারি ভবনই এখন বিরোধীরা নিয়ন্ত্রণ করে রেখেছে এবং মন্ত্রীদের সদর দপ্তরেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিতে পারছেন না। গতকাল ইনডিপেনডেন্ট স্কোয়ারে সমবেত হয়েই সরকার বিরোধীরা ‘সাঙ্গপাঙ্গ সহ নিপাত যাও’ সহ নানা ধরনের  স্লোগান দিতে থাকে। সমাবেশের বিরুদ্ধে সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও রোববার কয়েক লাখ মানুষ রাস্তায় নেমে সমাবেশে অংশ নেয়। প্রেসিডেন্ট ভবনের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীদেরকে দমন করতে দাঙ্গা পুলিশ টিয়ার শেল, লাঠিচার্জ এবং ফাঁকা গুলি করেছে। মূলধারার বিরোধীদলীয় রাজনীতিবিদরা এ ধরনের ঘটনাকে উস্কানিমূলক বলে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। রোববার কিয়েভে বিক্ষোভকারীরা লেনিনের একটি মূর্তি উপড়ে ফেলার চেষ্টা করলে সেখানেও সহিংসতার ঘটে। রাজধানীর প্রধান সরকারি ভবনগুলোতেও বিক্ষোভকারীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। ইনডিপেনডেন্ট স্কোয়ার ঘিরে বিক্ষোভকারীরা তাঁবু স্থাপন করে দিনরাত ২৪ ঘণ্টা বিক্ষোভ প্রদর্শনের ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button