সিরিয়ায় গৃহযুদ্ধে ১ লাখ ২৫ হাজার ৮৩৫ জন নিহত

Syriaসিরিয়ায় চলমান গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখ ২৫ হাজার ৮৩৫ জন নিহতের দাবি করেছে দেশটির পর্যবেক্ষণকারী মানবাধিকার সংস্থা। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করছেন তারা। পর্যবেক্ষক সংস্থাটি জানায়, নিহতদের এক তৃতীয়াংশই সাধারণ নাগরিক।
সংস্থাটি জাতিসংঘের মহাসচিব বান কি-মুন ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে দেশটির গৃহযুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।
এর আগে দেশটিতে চার দশক ধরে শাসন করা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের দাবিতে বিক্ষোভে নামে সাধারণ জনতা। প্রায় দুবছর ধরে চলা এ বিক্ষোভ গৃহযুদ্ধে রূপ নেয়। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার সশস্ত্র লড়াইয়ে প্রাণ গেছে বহু সাধারণ নাগরিকের।
চলমান যুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগেরও অভিযোগ উঠেছে আসাদ সরকারের বিরুদ্ধে। এ অভিযোগের প্রেক্ষিতে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে আলোচনায় রাসায়নিক অস্ত্র ধ্বংসে সম্মত হয় দেশটির সরকার। বর্তমানে অস্ত্র ধ্বংসের বেশিরভাগ কাজ শেষ হয়েছে।
সমপ্রতি সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ ও বিশ্ব শক্তিগুলোর উদ্যোগে সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button