বন্ধ গণমাধ্যম চালুর দাবি মজীনার
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বন্ধ করে দেয়া গণমাধ্যমগুলো চালু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করে তিনি এ আহ্বান জানান। পরে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মজীনা।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, সম্প্রচার কার্যক্রম স্থগিত থাকা দিগন্ত ও ইসলামিক টেলিভিশন এবং দৈনিক আমার দেশ পত্রিকা চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি স্বাধীন মত প্রকাশের জন্য গণমাধ্যম কাজ করতে পারবে।
রাজনৈতিক সংকট সম্পর্কে মজীনা বলেন, প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের পথ বের করতে হবে।
জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ-তারানকোর দ্বিতীয় দফায় বাংলাদেশ সফরের বিষয়কে চলমান অচলাবস্থা নিরসনের সুবর্ণ সুযোগ বলে অ্যাখ্যায়িত করেন মজীনা।
তিনি বলেন, এই সুযোগ কাজে লাগালে অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে দেশটা সামনের দিকে এগিয়ে যেতে পারে।
এর আগে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে একই ধরনের বার্তা দিয়েছেন বলে জানান মজীনা।