ইউক্রেনের পার্লামেন্টে অনাস্থা ভোটে আজারোভ সরকারের জয়লাভ
ইউক্রেনের প্রধানমন্ত্রী মাইকোলা আজারোভের সরকার অনাস্থা ভোটে জয়লাভ করেছে। রাজধানী কিয়েভের সংসদে যখন এই অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি চলছিল তখন বাইরে হাজার হাজার মানুষ সরকার বিরোধী বিক্ষোভ করেছে।
প্রধানমন্ত্রী আজারোভ অনাস্থা ভোটের শুরুতেই বিক্ষোভকারীদের সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা চান। কিয়েভে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় ইউক্রেনের আইন প্রয়োগকারী সংস্থাগুলো রোববার স্মোক ও স্টান গ্রেনেড ছুড়েছে।
প্রধানমন্ত্রী আজারোভ মন্ত্রিসভা ঢেলে সাজানো হবে বলেও সংসদের জরুরি অধিবেশনে প্রতিশ্রুতি দেন। তার ক্ষমা প্রার্থনার পর অনাস্থা ভোট গ্রহণ করা হয়। অনাস্থা ভোটে বিরোধীদের জয়লাভের আশা না থাকা সত্ত্বেও সরকারের ওপর চাপ বজায় রাখার জন্য এ প্রস্তাব উত্থাপন করে দেশটির বিরোধীদল। প্রস্তাবে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি করতে অস্বীকার করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে প্রধানমন্ত্রী মাইকোলা আজারোভের সরকার।