মিসরে দন্ডপ্রাপ্ত ২১ নারীকে ক্ষমা
মিসরে ১১ বছর করে কারাদন্ডপ্রাপ্ত ২১ জন নারীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মানসুর। শুক্রবার আল জাজিরা এ খবর জানিয়েছে। এর আগে মিসরের আলেকজান্দ্রিয়ায় বিক্ষোভ করার অপরাধে গত বৃহস্পতিবার ২১ নারীকে ১১ বছরের কারাদন্ড দেয় দেশটির সেনা সমর্থিত আদালত। বিক্ষোভবিরোধী নতুন আইন প্রণয়ন করার পর তাদের বিরুদ্ধে এই রায় দেয়া হয়। চলতি মাসের শুরুর দিকে মানববন্ধন এবং শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ থেকে ওই নারী কর্মীদের আটক করা হয়। তারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করছিলেন। এই ২১ জন নারীর মধ্যে অনেক অপ্রাপ্ত বয়স্ক রয়েছেন। ২১ জনের মধ্যে ১৪ জনেরই বয়স ১৮ বছরের কম বলে জানা গেছে। সবচেয়ে কমবয়সী কিশোরীটির বয়স মাত্র ১৫, যিনি স্কুলের ছাত্রী। আলজাজিরা।