আইসল্যান্ডে প্রথমবারের মতো পুলিশের গুলিতে নিহত ১
আইসল্যান্ডে নিজ অ্যাপার্টমেন্ট থেকে শটগানের সাহায্যে গুলি ছোড়ারত এক ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। দেশটিতে পুলিশের গুলিতে কারো নিহত হওয়ার এটিই প্রথম ঘটনা।
সোমবার দিনের প্রথম দিকে দেশটির রাজধানী রিয়াকঝাভিকে এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।
নিহত ব্যক্তির বয়স ৫৯ বছর। তিনি রিয়াকঝাভিকের পূর্ব দিকে বসবাস করতেন। নামসহ তার অন্যান্য পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রথমে গুলি ছোড়া বন্ধ করার জন্য তার প্রতি আবেদন জানায় পুলিশ। পরে গুলিবর্ষণ থেকে বিরত করতে তার ঘরের জানালা দিয়ে ভিতরে কাঁদুনে গ্যাসের শেল ছোড়া হয়। কিন্তু এতেও উনি বিরত না হলে তার অ্যাপার্টমেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করে পুলিশ।
এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি। এতে পুলিশের বিশেষ বাহিনীর দুই সদস্য আহত হলে পুলিশ পাল্টা গুলি ছোড়ে।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান তিনি। তার গুলিবর্ষণের উদ্দেশ্য জানা যায়নি।
আহত পুলিশ দুজনের মধ্যে একজনের মুখে ও অপর জনের হাতে গুলি লেগেছে।
এ ঘটনায় শোক প্রকাশ করে আইসল্যান্ডের পুলিশ প্রধান হারালডুর যোহানেসসেন বলেছেন, “এ সহিংস ঘটনায় পুলিশ মর্মাহত। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
ঘটনাটিকে তার দেশের ক্ষেত্রে “নজিরবিহীন” বলে উল্লেখ করেন যোহানসসেন।
অভিযান চলার সময় ওই অ্যাপার্টমেন্ট ব্লকের সব বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছিল। অভিযানে ১৫ থেকে ২০ জন পুলিশ কর্মকর্তা অংশ নিয়েছিলেন। পেছন থেকে পুলিশের বিশেষ বাহিনী তাদের সমর্থন দিয়েছিল।
ঘটনার সময় পুলিশের আচরণ ও কী কারণে নিহত ব্যক্তি গুলি ছোড়া শুরু করেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে।
উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপদেশ আইসল্যান্ডের জনসংখ্যা তিন লাখ বাইশ হাজার। বিশ্বের অন্যতম নিম্ন অপরাধ হারের রেকর্ড থাকা দেশটিতে প্রকাশ্যে গুলিবর্ষণ একটি অস্বাভাবিক ঘটনা।