৪০ নিবন্ধিত দলের মধ্যে নির্বাচন করছে মাত্র ১৫টি
দশম জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৪০টি দলের মধ্যে মাত্র ১৫টি দল অংশ নিচ্ছে। যে ১৫টি দল মনোয়ন সংগ্রহ করেছে তার সবগুলোই সরকার সমর্থিত। এদিকে ফাকা মাঠে গোল দিতে যাচ্ছেন আওয়ামী লীগের আট প্রার্থী। এ ৮ আসনে একজন করেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন জোটকে বাইরে রেখেই সরকার সমর্থিত আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জেপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ওয়ার্কাস পার্টি, তরিকত ফেডারেশন, বিএনএফ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, খেলাফত মজলিস, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণফ্রন্টসহ মোট ১৫ দল নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়।
দশম সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন দাখিলের সময় শেষ হয়েছে সোমবার। ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১১০৭ জন।
বিরোধী দলবিহীন এবারের সংসদ নির্বাচনে সবচেয়ে কম প্রার্থী অংশ নিচ্ছে বলে মনে করা হচ্ছে।
ইসির একজন কর্মকর্তা জানান, ৩০০টি আসনে ১১০৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনে ৩৮ দল অংশ নেয়। প্রার্থীর সংখ্যা ছিলো ১৫৬৭ জন।
এদিকে যে ৮ আসনে একজন করেই মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন- চাঁদপুর-১ আসন থেকে ড. মহিউদ্দিন খান আলমগীর, নোয়াখালী-২ থেকে মোর্শেদুল আলম, কিশোরগঞ্জ-৪ থেকে রেদোয়ান আহমেদ তৌফিক, লালমনিরহাট-২ থেকে মাহমুদ আলী, মৌলভীবাজার-৪ থেকে উপাধ্যাক্ষ আব্দুস শহীদ, মানিকগঞ্জ-২ থেকে মমতাজ বেগম, টাঙ্গাইল-৩ থেকে আমানুর রহমান খান রানা, যশোর-১ থেকে শেখ আকিলউদ্দিন।