গাইবান্ধায় ট্রেন লাইনচ্যুত, নিহত ৫
গাইবান্ধার কচুয়ার বুরুঙ্গি এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়ে এক মহিলাসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট ও কিপ খুলে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে রেল কতৃপক্ষ জানিয়েছে। এ ঘটনার পর সান্তাহার-লালমনিরহাট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত যাত্রী ও আটক হওয়া ব্যক্তিদের নাম জানা যায়নি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেসটি রাত দেড়টার দিকে বোনারপাড়া রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে। এসময় যাত্রীদের বেশিরভাগ ঘুমিয়ে ছিলেন। ট্রেনটি বোনারপাড়া ও মহিমাগঞ্জ রেলস্টেশনের মাঝামাঝি কচুয়ার বুরুঙ্গী এলাকায় পৌঁছলে ট্রেনের ইঞ্জিনসহ সামনের চারটি বগি বিকট শব্দে লাইনচ্যুত হলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেসটি রাত দেড়টার দিকে বোনারপাড়া রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে। এসময় যাত্রীদের বেশিরভাগ ঘুমিয়ে ছিলেন। ট্রেনটি বোনারপাড়া ও মহিমাগঞ্জ রেলস্টেশনের মাঝামাঝি কচুয়ার বুরুঙ্গী এলাকায় পৌঁছলে ট্রেনের ইঞ্জিনসহ সামনের চারটি বগি বিকট শব্দে লাইনচ্যুত হলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।