রিজেন্ট এয়ারওয়েজের টয়লেট থেকে সোনা উদ্ধার
এবার রিজেন্ট এয়ারওয়েজের’ টয়লেট থেকে সোনা উদ্ধার করা হয়েছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারী এই বিমানের টয়লেট থেকে এবার প্রায় ১৪ কেজি ওজনের ১২০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। টয়লেটের আয়নার পেছনে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায় এগুলো। তার দাম হবে আনুমানিক ৬ কোটি টাকা।
এর আগে গত ২৯ শে অক্টোবর রাতে হংকং থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টয়লেট প্যানের পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় ১৭ কেজি ওজনের ১৪০টি সোনার বার পায় কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রামেও গত দুই সপ্তাহে একাধিকবার বিপুল পরিমাণ সোনার বার উদ্ধার করা হয়। বিমানবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার শামছুল আরেফিন খান জানান, আজ ভোর ৫টার দিকে মালয়েশিয়া থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজে ওই সোনা পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।