‘লাদেনের মতো ভিডিও বার্তায় আন্দোলন চালাচ্ছে বিএনপি’
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের মতো ভিডিওটেপ প্রকাশ করে বিএনপির নেতারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরা রাজনীতিবিদ নয়, এরা রাজনীতিবিদের নামে কলঙ্ক। বুধবার দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি এসব কথা বলেন ।
প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি জনগণকে বীতশ্রদ্ধ করতে পরিকল্পিতভাবে সংঘাতের উস্কানি দেয়া হচ্ছে।
সহিংস আন্দোলন থেকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে সরে আসার আহ্বান জানান তিনি। অবরোধে হতাহতের জন্য বিএনপি চেয়ারপারসনকে দায়ী করে তিনি বলেন, আর কত লাশ লাগবে খালেদা জিয়ার? আর কত লাশ ফেললে তার শান্তি হবে?