গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে মিসর : পুতিন

মিসর আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির সমর্থক ও তার বিরোধীদের মুখোমুখি অবস্থানের কারণে এ আশঙ্কা জোরদার হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রোববার কাজাখস্তান সফরে গিয়ে গৃহযুদ্ধের আশঙ্কা ব্যক্ত করেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, “সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে এবং দুঃখজনকভাবে মিশর একই দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে চাই যে, মিশরের জনগণ এ পরিস্থিতি এড়াতে সক্ষম হয়েছে।”
গত বুধবার সেনাবাহিনী নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে উৎখাত করে বিচারপতি আদলি মানসুরকে প্রেসিডেন্ট পদে নিয়োগ দেন। এরপর দেশটিতে গোলযোগ চরম আকার ধারণ করে। গত কয়েকদিনের সহিংসতায় ৫০ জনের বেশি নিহত হয়েছে। এর মধ্যে শুধু শুক্রবারেই নিহত হয়েছে অন্তত ৩৭ জন। এদিকে মিসর পরিস্থিতিতে ইসলামি প্রজাতন্ত্র ইরান গভীর উদ্বেগ প্রকাশ করেছে।মিসরের জনগণ একে অপরের বিরুদ্ধে মারাত্মক সহিংসতায় লিপ্ত হওয়ায় এবং সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ধরপাকড়ের পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে। একইসঙ্গে তেহরান উত্তর আফ্রিকার এ দেশটিকে নিশ্চিত গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে। মিসর পরিস্থিতি ইরান গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। এতে আরো বলা হয়, মিসরবাসী-মিসরবাসী সংঘর্ষের ফলে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button