যুক্তরাজ্য ১৮ দলের র্শীষনেতৃবৃন্দের জরুরী সভা অনুষ্টিত
বর্তমান সরকারের অগনাতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে ও ত্বত্তবধায়ক সরকার পদ্ধতির অধীনে নির্বাচনের দাবীতে লন্ডনের আলতাব আলী পার্কে বিশাল পথসভা ও বিক্ষোভ সভা উপলক্ষে যুক্তরাজ্য ১৮ দলের র্শীষনেতৃবৃন্দের উদ্যোগে এক জরুরী সভা অনুষ্টিত হয়েছে।
যুক্তরাজ্যে বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় আলোচনায় অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, ইউকে বিএনপির সিনিয়র সহ সভাপতি আবদুল হামিদ চৌধুরী , সহ সভাপতি আবুল কালাম আজাদ, মঞ্জুছুর সামাদ মামুন, তাজুল ইসলাম , গোলাম রব্বানী, ইউকে জামাতের প্রতিনিধি ব্যারিষ্টার নজরুল, ব্যারিষ্টার আবু বকর মোল্লা, ইউকে খেলাপত মজলিসের সভাপতি অধ্যাপক আবদুর কাদের সালেহ, কেন্দ্রীয় জমিয়তের আন্তর্জাতিক সম্পাদক মাওলানা শুয়েব আহমদ, ইউপোফ জমিয়তের মুখপ্রাত্র মুফতি শাহ সদর উদ্দিন, হাফেজ হোসেন আহমদ, ইউকে বিএনপির যুগ্ন সম্পাদক নাজিম চৌধুরী, হেলাল নাসিমুজ্জামান, প্রচার সম্পাদক মোহাম্মদ আবদুর কাইয়ুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেন টিপু, যুগ্ন আহবায়ক মিছবাহুজ্জামান সুহেল, সদস্য সচিব আবুল হোসেন, ইউকে বিএনপির সহ সাংস্কৃতিক এস এম লিটন, যুবদল নেতা দেওয়ান মুকাদ্দেম চৌধুরী নিয়াজ, আবদুল বাছিত বাদশা প্রমুখ ।
সভায় বক্তারা বলেন, নেতারা দেশে গনতন্ত্র অব্যাহত রাখতে ত্বত্তাবধায়ক সরকারের দাবীতে প্রবাসীদেরকে আন্দোলনের শরীক হওয়ার জন্য আহবান জানান। তারা বলেন, সরকার তাদের দাবী না মানলে যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে ইউরোপ ব্যাপি আন্দোলন গড়ে তোলা হবে এবং এই একদলীয় সরকারের কোন মন্ত্রী যদি লন্ডনে আসে তাকে কঠিন প্রতিরোধের মুখে পড়তে হবে বলে হুশিয়ারী করে দিয়েছেন বক্তারা ।