সাদেক হোসেন খোকা গ্রেফতার
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার ১৫ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বাড়িটি সাদেক হোসেন খোকার নিকটতাত্মীয়ের বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম। এ সময় পুলিশ আরিফ হোসেন নামে বিএনপির এক কর্মীকেও তার সাথে গ্রেফতার করেছে বলে জানান তিনি।
অবরোধে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে সাদেক হোসেন খোকার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। একই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকেও গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।