জামায়াত নেতার দুই নারী আত্মীয় আটক
জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর আমীর মাওলানা রফিকুল ইসলাম খানের শাশুড়ি ফজিলাতুন নেছা ও শ্যালকের স্ত্রী হুরা জান্নাতকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুরে রাজধানীর কাজী পাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। তবে কি কারণে এই দুই মহিলাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।
ঘটনার নিন্দা করে দলের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বলেন, এ ঘটনার মাধ্যমে সরকারের স্বৈরাচারী ও মানবতাবিরোধী চরিত্র অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকারের এ ধরনের আচরণ কোন সভ্য সমাজে কল্পনাও করা যায় না। তিনি বলেন, শেখ হাসিনার সরকার এ অন্যায় আচরণ করে দেশের নারী সমাজকে অপমানিত করেছে। এ সরকারের মুখে গণতন্ত্র, আইনের শাসন ও নারী সমাজের নিরাপত্তার বুলি মানায় না।
জামায়াত নেতা বলেন, এ সরকারের নিকট নারীর সম্মান, মর্যাদার কোন মূল্য নেই। সরকারের হাতে দেশের নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা কেউই নিরাপদ নয়। এ স্বৈরাচারী সরকারের পতন ঘটানো ছাড়া দেশের নারী-পুরুষ নির্বিশেষে কারো মুক্তি নেই। তাই জালেম সরকারের পতন ঘটানোর আন্দোলনে শামিল হওয়ার জন্য আমি দেশের নারী-পুরুষ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।