স্নোডেনের ফাঁস করা তথ্যের মাত্র এক শতাংশ প্রকাশিত হয়েছে
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনের ফাঁশ করা তথ্য থেকে মাত্র এক শতাংশ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান সম্পাদক অ্যালান রুসব্রিজার।
মঙ্গলবার ব্রিটেনের সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ কমিটির এক প্রশ্নের জবাবে গার্ডিয়ান সম্পাদক এসব তথ্য জানান। তিনি বলেন, এডওয়ার্ড স্নোডেনের কাছ থেকে ৫৮ হাজার তথ্য তারা পেয়েছে যার মধ্যে থেকে মাত্র এক শতাংশ প্রকাশিত হয়েছে।
গার্ডিয়ানের এ ভূমিকায় সন্ত্রাস বিরোধী আইন ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। এ জন্য গার্ডিয়ানের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন পার্লামেন্ট সদস্যরা। যদিও এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পত্রিকাটির সম্পাদক।
সম্পাদক রুসব্রিজার বলেন, ‘এ ব্যাপারে বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে।’ তিনি বলেন, ‘এটা বোঝা সম্ভব নয়, কারণ কেউ আমাকে সঠিক কোন প্রমাণ দিতে পারেনি।’
তিনি আরো বলেন, পত্রিকায় প্রকাশিত গোয়েন্দা তথ্যগুলো খুব সুনির্ধারিতভাবে বিচার করেছে গার্ডিয়ান। ৫৮ হাজার তথ্যের মধ্যে মাত্র ২৬টি তথ্য গার্ডিয়ান প্রকাশ করেছে বলেও জানান সম্পাদক রুসব্রিজার।
গত ২৪ অক্টোবর স্নোডেনের তথ্যের বরাত দিয়ে গার্ডিয়ান জানায় মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ- এনএসএ ৩৫ জন বিশ্ব নেতার টেলিফোনে আড়ি পেতেছে। এ ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় ও সমালোচনার মুখে পড়ে মার্কিন সরকার।