শর্ত না মানলে ইউরোপেও জিএসপি স্থগিত : ইইউ
শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত না করলে যুক্তরাষ্ট্রের মতো ইউরোপের বাজারেও বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা (বিশেষ শুল্ক ও কোটা সুবিধা) স্থগিত হতে পারে বলে হুমকি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার ক্যারেল ডি গুট।
ইন্দোনেশিয়ার বালিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গুট বলেন, ইউরোপের বাজারে শুল্কমুক্ত রফতানি সুবিধা বহাল রাখতে নির্ধারিত সময়ের মধ্যে রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে। তা না হলে যুক্তরাষ্ট্রের মতোই ইউরোপেও জিএসপি সুবিধা স্থগিত হতে পারে।
গুট বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের এই সুবিধা অব্যাহত রাখতে চায়। সেজন্য বাংলাদেশকে ‘রোডম্যাপ’ অনুযায়ী কাজ করতে হবে।