জামায়াত নেতা কাদের মোল্লার চূড়ান্ত রায় প্রকাশ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার মামলার চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে মৃত্যুদণ্ডকেই কাদের মোল্লার জন্য ‘একমাত্র যথার্থ শাস্তি’ হিসেবে উল্লেখ করেন সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার দুপুরে আপিল বিভাগ থেকে প্রায় ৯৫০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায় প্রকাশ করা হয়।
আদালত রায়ের অভিমতে বলেন, কাদের মোল্লার এই অপরাধ মানবজাতির বিবেককে দারুণভাবে আহত ও স্তম্ভিত করে। এ কারণেই ৬ নম্বর অভিযোগে তাকে ট্রাইব্যুনালের দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের সাজার রায় অবিবেচনাপ্রসূত এবং সাজা প্রদানের নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়েছে। রাষ্ট্রপক্ষের ৩ নম্বর সাক্ষী এই ঘটনার স্বাভাবিক সাক্ষী এবং এই ঘটনার একমাত্র প্রত্যক্ষ সাক্ষী, যাকে পক্ষপাতদুষ্ট সাক্ষী বলা যায় না। এই অপরাধের ঘটনায় মৃত্যুদণ্ডই কাদের মোল্লার যথাযর্থ দণ্ড।
প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- বিচারপতি এস কে সিনহা, বিচারপতি মোঃ আবদুল ওয়াহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
রায়ের পূর্ণাঙ্গ কপিটি প্রিন্ট করার পর দেখা যায় একটি নামে ভুল আছে। নামটি সংশোধন করে তা পুনরায় প্রিন্ট করার কারণে রায়র প্রকাশ করতে বিলম্ব হয়।
গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া যাবজ্জীবন সাজা বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডের রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।