রায়ের বিরুদ্ধে আমরা রিভিউ করবো : ব্যারিস্টার রাজ্জাক
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের দেয়া পুর্নাঙ্গ রায়ের প্রতিক্রিয়ায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, আমরা এ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবো।
বৃহস্পতিবার বিকালে আসামিপক্ষে প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এর ধানমন্ডির বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমারা এ রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পরে রিভিউয়ের জন্য আবেদন করবো।
তিনি বলেন, সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী রায়ের বিরুদ্ধে রিভিউ করার অধিকার সবার আছে । আব্দুল কাদের মোল্লার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। তিনি বলেন, সুপ্রিমকোর্টের বিধি অনুযায়ী এই রায়ের বিরুদ্ধে আমারা রিভিউ পিটিশন দাখিল করবো।