কাদের মোল্লা ঢাকা কেন্দ্রীয় কারাগারে
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফরমান আলী এ তথ্য জানান।
তিনি জানান, বিকালে আবদুল কাদের মোল্লাকে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে কাদের মোল্লার মামলার চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ কপি আপিল বিভাগ থেকে প্রকাশ করা হয়।
৭৯০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে মৃত্যুদন্ডকেই কাদের মোল্লার জন্য ‘একমাত্র যথার্থ শাস্তি’ হিসেবে উল্লেখ করে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লাকে ফাঁসির আদেশ দেন।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের অভিযোগে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদন্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আইনজ্ঞরা বলেছেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আসামি পুনর্বিবেচনা আবেদন করবেন কি না, তা আদালত গ্রহণ করবেন কি-না, তার ওপর নির্ভর করছে রায় কার্যকর প্রক্রিয়া।
যদিও রিভিউ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। যদি আসামি পক্ষের রিভিউ গ্রহণ করা হয়, তাহলে শুনানি শেষ হতে সাত থেকে দশ কার্যদিবস সময় লাগতে পারে।
তবে তাৎক্ষণিকভাবে রিভিউ আবেদন নাকচ হলে জেল কোডের ২১ থেকে ২৮ দিন হিসেবে ডিসেম্বরেই কার্যকর হতে পারে কাদের মোল্লার রায়।