দরগাহ মাদরাসার ৪০ সালা দস্তারবন্দী ও আন্তর্জাতিক সম্মেলন সফলের লক্ষ্যে লন্ডনে বিরাট সেমিনার অনুষ্ঠিত
রিপোর্ট মুফতি আবদুল মুনতাকিম : অর্ধশতাব্দীকাল থেকে ইসলামী শিক্ষার প্রচার প্রসারে কৃতিত্বের স্বাক্ষর স্থাপনকারী বাংলাদেশের স্বনামধন্য দ্বীনি শিক্ষাগার, জামেয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রাহ:) সিলেট এর উদ্যোগে ৪০ সালা দস্তারবন্দী উপলক্ষ্যে আগামী ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারী (২০১৪) তিন দিন ব্যাপি আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূণ্যভূমি সিলেটে এই ঐতিহাসিক ও বহু প্রতীক্ষিত মহাসম্মেলন সফলের লক্ষ্যে দরগাহ মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকে’র উদ্যোগে গত রবিবার লন্ডনে বিরাট ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে অনুষ্ঠিত এই সম্মেলনে সমগ্র বৃটেনের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম ও সামাজিক নেতৃবৃন্দ স্বত:স্ফ’র্ত অংশ গ্রহণ করেন। জনাকীর্ণ এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে শুভাগমন করেন দরগাহ মাদ্রাসার বর্তমান মুহতামিম প্রখ্যাত ইসলামী আইন বিশারদ আলেম মাওলানা মুফতি আবুল কালাম যাকারিয়া।
মাওলানা আবদুল গাফফার এর সভাপতিত্বে ও মাওলানা নাজির উদ্দিন ও মুফতি বুরহান উদ্দিন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ বিরাট সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী, মাওলানা হাফিজ শামছুল হক, মাওলানা শায়খ আসগর হোসেন, মাওলানা তহুর উদ্দিন, মাওলানা মুস্তফা আহমদ, মুফতি শাহ সদর উদ্দিন, মাওলানা জমশেদ আলী, অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, মাওলানা আবদুর রব, মাওলানা হাফিজ মুবারক আলী, মাওলানা রেজাউল হক, মাওলানা আবদুর রহমান মনোহরপুরী, মাওলানা শাহ মিজানুল হক, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা ফয়েজ আহমদ, আলহাজ্ব আতাউর রহমান প্রমুখ।
মাহফিলে দরগাহ মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম যুগশ্রেষ্ঠ ওলী হযরত মাওলানা হাফিজ আকবর আলী (রহ)’র জীবনের বিভিন্ন দিক ও ক্বওমী মাদরাসার গুরুত্ব, প্রয়োজন ও বর্তমান যুগে এর কার্যকারিতা সম্পর্কে বিশেষ আলোচনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আবদুল মুনতাকিম। সম্মেলন সফলে মাওলানা সৈয়দ তামীম আহমদ, মুফতি ছালেহ আহমদ, মুফতি বুরহান উদ্দিন, মাওলানা আবদুর রব, মুফতি জসিম উদ্দিন, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মাওলানা হাফিজ নাজির উদ্দিন সহ বহু সংখ্যক ওলামায়ে কেরাম বিশেষ ভূমিকা পালন করেন। সম্মেলনে দরগাহ মাদরাসা কর্তৃপক্ষের তরফ থেকে বৃটেন ও ইউরোপে অবস্থানকারী সর্বস্তরের মুসলমানগণ ও কমিউনিটি নেতৃবৃন্দকে ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য দস্তারবন্দী সম্মেলনে স্বশরীরে উপস্থিত হওয়ার দাওয়াত প্রদান করা হয় এবং বিরাট এ আন্তর্জাতিক তিন দিন ব্যাপি প্রোগ্রাম সফলের প্রচুর ব্যয়ভার পূরনে সকলকে স্বত:স্ফুর্ত এগিয়ে আসার আহ্বান জানানো হয়।