কাদের মোল্লার রায় দ্রুত কার্যকর করা হবে : কামরুল
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় ‘দ্রুততম’ সময়ে কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বৃহস্পতিবার দুপুরে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন।
কামরুল বলেন, ‘ওয়েট অ্যান্ড সি। রায় কার্যকরে এখন আর কোনো বাধা নেই।’ আগামী এক মাসের মধ্যে কিংবা এই সরকারের মেয়াদেই রায় কার্যকর করা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যেই হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘এই রায় নিয়ে ‘রিভিউ পিটিশন’ করার কোনো সুযোগ নেই। রায় কার্যকরের সুনির্দিষ্ট কোনো সময়সীমাও নেই।’
রায়ের কপি এখন ট্রাইব্যুনালে পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, ‘ট্রাইব্যুনাল, কারা কর্তৃপক্ষ ও ঢাকার জেলা প্রশাসক এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে।’
রায় কার্যকরের আগে কাদের মোল্লা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন বলেও জানান আইন প্রতিমন্ত্রী।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির আপিল বিভাগ গত ১৭ সেপ্টেম্বর সংক্ষিপ্ত রায় দেন, যার পূর্ণাঙ্গ কপি আজ বৃহস্পতিবার প্রকাশ করা হলো।