কাদের মোল্লার সাথে পরিবারের সদস্যদের সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার সাথে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাদের মধ্যে প্রায় ৩০ মিনিট কথা হয়।
কাদের মোল্লার বড় ছেলে হাসান জামিল জানান, সাক্ষাতের সময় তার তিন বোন ও দুই আত্মীয় সাথে ছিলেন। তবে তার মা (কাদের মোল্লার স্ত্রী) অসুস্থ হওয়ায় তিনি দেখা করতে যাননি বলে জানান জামিল।
হাসান জামিল বলেন, ‘আব্বা শারীরিক ও মানসিকভাবেভাবে শক্ত আছেন।’
প্রসঙ্গত একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। এই রায়ের বিরুদ্ধে সরকার উচ্চ আদালতে আপিল করে। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় ঘোষণা করেন। রায়ে কাদের মোল্লার মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। সেই আদেশের পূর্ণাঙ্গ রায় গতকাল বৃহস্পতিবার প্রকাশ হয়। গতকালই তাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।