জয়নাল হাজারীর সব মনোনয়নপত্র বাতিল
স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা জয়নাল আবেদিন হাজারীর ফেনীর তিনটি আসনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্রে সমর্থকের স্বাক্ষর জাল থাকায় ফেনী-২ (ফেনী সদর) আসনে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির খোন্দকার আজ এ ঘোষণা দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার গ্যাস বিল বকেয়া থাকায় ফেনী-১ ও ৩ আসনেও এই বিতর্কিত নেতার মনোনয়নপত্র বাতিল করা হয়।
রিটার্নিং কর্মকর্তা জানান, আবুল কালাম আজাদ নামের একজন ব্যক্তি অভিযোগ করেন নাম, বাবার নামসহ ভোটার আইডির ফটোকপির মিল থাকলেও মনোনয়নপত্রে দেয়া স্বাক্ষরটি কে বা কারা তাকে সমর্থক সাজিয়ে জালিয়াতি করেছে।
আজ আবুল কালাম আজাদ রিটার্নিং কর্মকর্তার সামনে উপস্থিত হয়ে জানান, স্বাক্ষরটি তার নয়।
এছাড়া ১১ বছর ছয় মাস গ্যাস বিল বকেয়া থাকায় ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে জয়নাল হাজারীর মনোনয়নপত্র বাতিল করা হয়।