সাতক্ষীরায় দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ কর্মী খুন

সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জের ধরে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছে আরও একজন। বৃহষ্পতিবার গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার আগড়দাঁড়ী ইউনিয়নের কুঁচপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। কুঁচপুকুর গ্রামের আওয়ামী লীগ কর্মী সিরাজুল ইসলাম (৫৫) এবং তার ভগ্নিপতি রাতের খাওয়া শেষে ঘরের মধ্যে বসে কথা বলছিল। ইতিমধ্যে একই গ্রামের হবিবর রহমান হবি এবং আনিছুর রহমানের নেতৃত্বে দশ পনের জনের এক দল সন্ত্রাসী তাদের ঘরের সামনে এসে দরজা খুলতে বললে সিরাজুলের স্ত্রী দরজা খুলতে আপত্তি করেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সশস্ত্র দুর্বৃত্তরা ঐ ঘরের গ্রীল ভেঙ্গে মূহুর্তের মধ্যে বারান্দায় প্রবেশ করে সিরাজুল ও তার ভগ্নিপতিকে লক্ষ্য করে ১০/১২ রাউন্ড পিস্তলের গুলি বর্ষণ করে। এসময় সিরাজুলের মাথায় দুটি এবং কওছারের হাতে একটি গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলেই ব্যাবসায়ী সিরাজুলের মৃত্যু হয় এবং গুলিবিদ্ধ কওছার আলীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর থানার ওসি এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button