ভোটার তালিকায় নাম থাকছেনা ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তদের
মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে দোষী সাব্যস্তদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, “দালাল আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে দোষী সাব্যস্ত হলে, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ কারণে ভোটার তালিকা আইনে সংশোধন আনার জন্য একটি প্রস্তাব শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে ভোটার তালিকা থেকে নাম কাটা হলেও তার নাগরিকত্ব বাতিল করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এটি সরকারের সিদ্ধান্ত।”
তিনি জানান, ট্রাইব্যুনালে দোষী সাব্যস্তদের মধ্যে কারো নাম যদি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না থাকে, তাহলে তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।
এদিকে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হবে, তাদের জাতীয় পরিচয়পত্র বাতিলের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে কমিশনার জানান।