সিলেট প্র্যাকটিস গ্রাউন্ড দেখেও সন্তুষ্ট আইসিসি
মূল ভেন্যুর পর এবার প্র্যাকটিস গ্রাউন্ড পরিদর্শন করেছেন সিলেটে সফররত আইসিসি’র ৭ সদস্যের প্রতিনিধি দল। সকালে তারা সিলেট জেলা স্টেডিয়াম ও সিলেট ক্যাডেট কলেজ মাঠের ৮টি পিচ পরিদর্শন করেন। এ সময় আইসিসি’র প্রতিনিধি দলের সদস্যরা প্র্যাকটিস গ্রাউন্ড দেখেও সন্তোষ প্রকাশ করেন বলে জানিয়েছেন বিসিবি’র কর্মকর্তারা। সকালে আইসিসি প্রতিনিধি দল সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে যান। এ সময় তাদের সঙ্গে বিসিবি’র পরিচালক মাহবুব আনাম, লোকমান হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেলও তাদের সঙ্গে যান। এ সময় বেশ সময় নিয়ে প্র্যাকটিস গ্রাউন্ড পরিদর্শন করেন। এরপর তারা সিলেট ক্যাডেট কলেজ মাঠের প্র্যাকটিস গ্রাউন্ডও পরিদর্শন করেন। বিসিবি’র পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, আইসিসি প্র্যাকটিস গ্রাউন্ড দেখেও সন্তুষ্ট।