উন্নত বিশ্বে শুল্কমুক্ত কোটা সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ
উন্নত বিশ্বে শুল্কমুক্ত ও কোটা সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো। ইন্দোনেশিয়ার বালিতে নবম বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মিনিস্টারিয়াল কনফারেন্সে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। গত ৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া সম্মেলন শুক্রবার শেষ হয়েছে।
সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে সরকারি ও বেসরকারি বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন।
এবারের অধিবেশনে স্বল্পোন্নত দেশের সব পণ্যে শুল্ক মুক্ত রপ্তানি সুবিধার দাবি জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্য সচিব।
জানা গেছে, উন্নত বিশ্বে পণ্য রপ্তানিতে শতভাগ শুল্কমুক্ত সুবিধা আদায়ে দীর্ঘদিন থেকেই ডব্লিউটিওর সঙ্গে দর কষাকষি করছে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো। ২০০৫ সালে হংকং সম্মেলনে প্রস্তাবিত ৯৭ ভাগ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিলেও তা কার্যকর করেনি বিশ্বের উন্নত দেশগুলো।
এবারের সম্মেলনেও তাই বাংলাদেশের মূল দাবি শুল্কমুক্ত সুবিধা বাস্তবায়ন। গতকাল বৃহস্পতিবার মূল অধিবেশনের বক্তৃতায় আবারো এ দাবি তুলে ধরেন বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান বাণিজ্য সচিব মাহবুব আহমেদ।
দোহা রাউন্ডের আওতায় বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশের অনুকূলে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় সোচ্চার বক্তব্য দেয় বাংলাদেশ। এসব দেশে শুল্কমুক্ত বাজার সুবিধা প্রেফারেনশিয়াল বা শুল্কমুক্ত স্কিমের ‘রুলস অব অরিজিন’ সহজ, স্বচ্ছ এবং শিথিল করার প্রস্তাব দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান বাণিজ্য সচিব মাহবুব আহমেদ।