আরবি না জেনেও আরব গায়ক
মার্কিন তরুণী জেনিফার গ্রট একটি আরবি শব্দও বলতে পারেন না তবে তিনিই আরবি সঙ্গীতের ক্ষুদে আরব গায়কদের টপকে ‘আরব ট্যালেন্ট’ খেতাবটি জিতে নিয়েছেন। আশ্চর্যজনক হলেও সত্য বিচারকদের আরবি গানে মুগ্ধ করে এ বিজয় মুকুট ছিনিয়ে নিয়েছেন। আরবি গানে অভিষেক অনুষ্ঠানে বাজিমাত করে দিয়েছেন জেনিফার গ্রট। ম্যাসাচুসেসটসের বোস্টনে বেড়ে ওঠা জেনিফার গ্রটের তিন বছর বয়সে ভায়োলিন এবং পিয়ানোতে হাতেখড়ি। এদিকে এএফপির এক সাংবাদিকের কাছে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জেনিফার বলেন, মাত্র তিন বছর আগে ফাইরুজের লেখা একটি অনলাইন নিবন্ধ পড়ার পর আরবি গানের প্রতি অনুরুক্ত হয়ে পড়েন। এমনকি আরব বিশ্বের রেডিওতে প্রতিদিন সকলে আরবি গান শোনার মধ্য দিয়ে জেনিফারের আরবি গানের প্রতি ভালোবাসা বেড়ে যায় বহুগুণ।