রাজধানীতে পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষ, গাড়িতে আগুন

জুমার নামাজের পর রাজধানীর উত্তর বাড্ডায় পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে গাড়িতে আগুন দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম দাবি, শুক্রবার জুমার নামাজের পরপরই উত্তর বাড্ডার কুয়েতি মসজিদ থেকে ছাত্র শিবিরের একটি মিছিল বের হয়। পরে ওই মিছিল থেকে প্রগতি সরণিতে গাড়ি ভাংচুরের চেষ্টা চালায় তারা।
“তারা পুলিশের গাড়ির দিকে পেট্রোল বোমা ছুড়লে আগুন ধরে যায়। এছাড়া একটি যাত্রীবাহী বাসে তারা আগুন দেয় এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে।”
এ সময় পুলিশ বাধা দিলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ টিয়ার শেল ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলেও নুরুল আলম জানান। পুলিশের গাড়ি ও বাসে আগুন দেয়ার ঘটনায় কেউ আহত হননি বলে সহকারী কমিশনার জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button