সংলাপ এখন আরো জরুরি হয়ে পড়েছে : যুক্তরাষ্ট্র

জনগনের প্রত্যাশার প্রতিফলন ঘটে এমন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আগের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আজ শনিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র ম্যারি হার্ফ নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিস্থিতির ওপর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কোনো পক্ষের কোনো ধরনের সহিংসতা গণতন্ত্রের অংশ হতে পারে না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তা এখনই বন্ধ হতে হবে। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে গণতন্ত্রে সব দলেরই অবাধে ও শান্তিপূর্ণভাবে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। ঐকমত্যের ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ার পথ খুজতে আমরা প্রধান সব রাজনৈতিক দলকে গঠনমূলক সংলাপে বসার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button