শাহজালালে পরিত্যক্ত তিন মণ স্বর্ণ উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় তিন মণ স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর পৌনে ৩টার দিকে কাস্টমস, এপিবিএন ও গোয়েন্দা পুলিশ এগুলো উদ্ধার করে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এবিপিএন) সিনিয়র এএসপি মো. আলমগীর হোসেন বলেন, বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় তিন মণ ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে স্বর্ণগুলোর সন্ধান পায় বিমানবন্দরের কাস্টমস। পরে তল্লাশি চালিয়ে বিমানের প্যাকেট চেম্বারের ভেতর থেকে ব্যাগের মধ্যে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। ব্যাগ খুলে দেখা যায়, সেখানে প্রায় তিন মণ ওজনের স্বর্ণের বার রয়েছে। কাঠমন্ডু থেকে আসা বিজি-৭০২ বিমানে পাওয়া এ স্বর্ণগুলোর মালিকের সন্ধান পাওয়া যায়নি বলেও জানান তিনি।