মোবাইলে সাঈদীর ওয়াজের রিংটোন থাকায়…
মোবাইলে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর রিংটোন থাকায় চুনারুঘাটের এক বৃদ্ধাকে টেনেহিচড়ে পুলিশে দিয়েছে একদল যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকার একটি কাপড়ের দোকানে। প্রত্যক্ষদর্শী জানান, চুনারুঘাট উপজেলা উবাহাটা গ্রামের রাবেয়া বেগম (৬০) কাপড় কিনতে হবিগঞ্জের তিন কোনা পুকুর পাড়ের একটি দোকানে যান। এ সময় তার মোবাইলে সাঈদীর ওয়াজের রিংটোন বেজে উঠে। এ সময় কতিপয় যুবক ওই বৃদ্ধাকে টেনে থানায় নিয়ে যায়।