সারা বিশ্ব থেকে তথ্য চুরি করে আমেরিকা
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা- এনএসএ দেশটির সরকারের নির্বাহী আদেশে সারা বিশ্ব থেকে সেলফোনের মাধ্যমে তথ্য চুরি করে। ১৯৮১ সালে দেশটির প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এক নির্দেশ জারির মাধ্যমে সারা বিশ্ব থেকে তথ্য চুরির কার্যক্রম শুরু করেন।
শুক্রবার এক বিবৃতিতে এনএসএ জানায়, তথ্য সংগ্রহ সংক্রান্ত নির্বাহী আদেশ-১২৩৩৩ অনুমোদন করেনি মার্কিন কংগ্রেস। তবে গণহারে তথ্য সংগ্রহ করায় দেশটির পররাষ্ট্র নজরদারি সংক্রান্ত আইনের কোন ক্ষতি হয়নি বলেও দাবি করে এনএসএ।
এনএসএ মুখপাত্র ভ্যান ভিনেস বলেন, সেলফোন সনাক্তকরণে গোয়েন্দা আইনের সীমাবদ্ধতাগুলো এখনও কার্যকরী।
এর আগে, গত বুধবার দেশটির ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করে যে, এনএসএ সারা বিশ্ব থেকে মোবাইল ফোনের মাধ্যমে প্রতিদিন ৫০০ কোটি টেলিফোনের তথ্য চুরি করেছে। এর মাধ্যমে সেলফোন ব্যবহারকারীর অবস্থান ও অন্যদের সঙ্গে সম্পর্কের তথ্য চুরি করেছে এনএনএ।