ইতালিতে বিশ্বের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি
উত্তর ইতালিতে অবস্থিত ছবির মতো সুন্দর একটি শহরে ‘বিশ্বের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি’-কে শনিবার আলোক সজ্জিত করা হয়েছে। আম্ব্রিয়া এলাকার গাব্বিও শহরের একটি পাহাড়ের ওপর অবস্থিত নানা রঙের আলোকে সজ্জিত গাছটির সৌন্দর্য উপভোগ করতে কয়েকশ লোক ভিড় জমিয়েছে। এদের মধ্যে বেশ কিছু উল্লসিত শিশুও রয়েছে।
গাব্বিও শহরের একটি পার্বত্য এলাকায় নানা রঙের প্রায় ১ হাজার বাতি দিয়ে ৭৫০ মিটার (২৪৬১ ফুট) দীর্ঘ ও ৪৫০ মিটার চওড়া গাছটি তৈরি করা হয়েছে।
পাহাড়ের শীর্ষে ২৫০টি বাতি দিয়ে শ্যুটিং স্টারটি তৈরি করা হয়েছে। ১ হাজার স্কয়ার মিটারের (১০৭৬০ স্কয়ার ফুট) বেশি জায়গাজুড়ে এটি তৈরি করা হয়েছে। ইতালির উত্তরাঞ্চলের আম্ব্রিয়া এলাকার এই শহরের সঙ্গে আসিসির সেইন্ট ফ্রান্সিসের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।