সুখি পরিবার গঠনে স্বামীর ভূমিকা শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব

Bookটিভি প্রেজেন্টার ও লেখক মোহাম্মদ আব্দুল কুদ্দুস রচিত সুখি পরিবার গঠনে স্বামীর ভূমিকা শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত বৃহষ্পতিবার পূর্ব লন্ডনের মন্টিফিউরী সেন্টারে এক বনার্ঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দেন বৃটেনে বাঙালী কমিউনিটির লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ, কমিউনিটি নেতাসহ সুধিজন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক সভ্যতার এই সমাজে পরিবারগুলোতে শান্তিতে নেই। স্বামী-স্ত্রীর মধুর সম্পর্কের বিপরীতে অহরহ ভাঙ্গছে পরিবারগুলো। এ জন্য সু শিক্ষা ও উন্নত চরিত্রের অভাব পরিলক্ষিত হচেছ। এ অবস্থা থেকে উত্তরনের জন্য লেখক আব্দুল কুদ্দুসের গ্রন্থ সহায়ক ভ’মিকা পালন করবে।
বক্তারা বলেন, পরিবার ও পারিবারিক জীবন নিয়ে এমন সৃজনশীল গ্রন্থ বাংলা সাহিত্যে বিরল। গ্রন্থটি থেকে পারিবারিক জীবনের অনেক শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। এমনকি একটি পরিবারকে বদলে দিতে বইটি সত্যিই অসাধারন বলে অভিমত প্রকাশ করেন সুধিজনরা। কমিউনিটির তরুন প্রজন্মের জন্য ভবিষ্যতে গ্রন্থটির ইংরেজী ভার্ষন প্রকাশ করার দাবীও জানান তারা। পাশাপাশি গ্রন্থের দ্রুত প্রচার ও প্রসার করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
সাপ্তাহিক নতুন দিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মানিক মিয়ার সভাপতিত্বে ও কেসি সলিসিটর ফার্মের প্রিন্সিপাল ব্যাারিস্টার আবুল কালাম চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র ওহিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডাইরেক্টর রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়েব, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শাহগির বখত ফারুক, সাপ্তাহিক লন্ডনবাংলা স¤পাদক ও  কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী ,চ্যানেল আই ইউরোপের ইসলামিক অনুষ্ঠান বিভাগের প্রধান মাওলানা শফিকুর রহমান বিপ্লবী ও লুটন জামে মসজিদের চেয়ারম্যান কমিউনিটি নেতা সাজ্জাদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি মেয়র ওহিদ আহমদ বলেন, সুখি পরিবার গঠনে স্বামীর ভ’মিকা গ্রন্থটি সত্যিই একটি অসাধারন গ্রন্থ। লেখক আব্দুল কুদ্দুস যে বিষয়টি ফুটিয়ে তুলেছেন তা সমাজ বা¯তবতায় খুবই জরুরী। পরিবার গঠন বিষয়ক এমন গাইডলাইন অনেক পাঠকের পারিবারিক জীবনে গুরুত্বপূর্ন ভ’মিকা রাখবে । তিনি আব্দুল কুদ্দুসের রচনার ভ’য়সী প্রশংসা করে আগামীতে এ ধরনের লেখনী অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাপ্তাহিক দর্পন স¤পাদক প্রবীন সাংবাদিক রহমত আলী, বাংলাটিভির চীফ রিপোর্টার ইব্রাহিম খলিল, জাহাঙ্গির হোসেন, শাহাব উদ্দিন ও মাওলানা গোলাম রব্বানী। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আমিনুল ইসলাম জলঢুপী।
উল্লেখ্য ৮৮ পৃষ্ঠার এই গ্রন্থটিতে মোট ৫৫টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে পরিবার ও পারিবারিক জীবন, পরিবারের স্বামীর ভ’মিকা ও একটি সুন্দর পরিবার গঠনে স্ত্রীর প্রতি স্বামীর পরম দায়িত্বের তাগিদ দিয়েছেন লেখক। লেখক আব্দুল কুদ্দুস জানিয়েছেন গ্রন্থটির বিক্রি থেকে সংগ্রিহিত মুনাফা চ্যারিটেবল কাজে ব্যবহার করা হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button